
[অনলাইন প্রতিবেদক]
১৭ জুন ২০২৫ তারিখে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই জলদস্যুকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিকনির্দেশনায় ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন করিব মোল্লার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গত ১৬ জুন ২০২৫ তারিখ সোমবার রাতে শ্যামনগর থানা এলাকায় এই অভিযান পরিচালনা করেন এসআই (নি:) শেখ মোরছালিন ও এএসআই (নি:) মোঃ ওলিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ। অভিযানে ধৃত জলদস্যুরা হলেন,
১. মোঃ নজির গাজী (৬০), পিতা-মৃত নওশাদ গাজী, সাং-মীর গাং, বর্তমান ঠিকানা-দক্ষিণ কদমতলা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।
২. মোঃ দিদারুল ইসলাম (২৭), পিতা-মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-বৈশখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড গুলি এবং একটি দা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এবং পূর্ব থেকেই জলদস্যু কার্যক্রমে জড়িত ছিল।
ঘটনার পর ১৭ জুন তারিখে শ্যামনগর থানায় দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে,
১. মামলা নং-২০, ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী।
২. মামলা নং-২১, ধারা ১৯এ, দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮ অনুযায়ী।
গ্রেফতারকৃত আসামিদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্যামনগর থানা পুলিশ জানিয়েছে, জলদস্যু ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। জেলা পুলিশ সুপার মনিরুল ইসলামের নির্দেশে শান্তিপূর্ণ ও নিরাপদ সাতক্ষীরা গড়ার লক্ষ্যে নিয়মিতভাবে অভিযান পরিচালিত হচ্ছে।







